Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
MRV Campaing Schedule - September 2023
Details

বিষয়ঃ ভ্রাম্যমান থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইন সিডিউল প্রেরণ ।


উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, গাইবান্ধার তত্ত্বাবধানে গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সাদুল্লাপুর উপজেলার অটিজমসহ অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তি যেমন, স্ট্রোক-প্যারালাইজড, বাত-ব্যথার রোগী, স্পোর্টস ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি, হাড়-জোড়া-ভাঙগা রোগী, ঘাড় ব্যাথা, কোমর ব্যাথাসহ অন্যান্যদেরকে  বিনামূল্যে প্রয়োজনীয় থেরাপি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা ভিত্তিক ০২ (দুই) দিনব্যাপী ভ্রাম্যমান থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইন পরিচালনার জন্য  সংযুক্ত ছকে সময়সূচী নির্ধারণ করা হলো।

ক্যাম্পেইন স্থানের নাম

তারিখ ও বার

দায়িত্বপালনকারী কর্মকর্তা/কর্মচারী

মন্তব্য

ফুলছড়ি উপজেলা পরিষদ চত্ত্বর

১৭/০৯/২০২৩

 রবিবার

১। কনসালটেন্ট (ফিজিওথেরাপি) মোবাইল: ০১৭২৩-৭০২ ৪০৮

২। থেরাপি সহকারী

৩। টেকনিশিয়ান -২

দল প্রধান

১৮/০৯/২০২৩

 সোমবার

১। ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মোবাইল: ০১৭১৯-৩২৯ ৩০৪

২। থেরাপি সহকারী

৩। টেকনিশিয়ান -১

দল প্রধান

সাদুল্লাপুর

উপজেলা পরিষদ চত্ত্বর

২৪/০৯/২০২৩

রবিবার

১। কনসালটেন্ট (ফিজিওথেরাপি) মোবাইল: ০১৭২৩-৭০২ ৪০৮

২। থেরাপি সহকারী

৩। টেকনিশিয়ান -১

দল প্রধান

২৫/০৯/২০২৩

সোমবার

১। ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মোবাইল: ০১৭১৯-৩২৯ ৩০৪

২। থেরাপি সহকারী

৩। টেকনিশিয়ান -২

দল প্রধান


মহোদয়ের উপজেলাধীন সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইন সংক্রান্ত তথ্যাদি বহুল প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্পেইনের সিডিউল প্রেরণ করা হলো।





(মোঃ আখতার হোসাইন)

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা

গাইবান্ধা

টেলিফোন: ০২৫-৮৮৮-৭৭৫৮৭

Email:gaibandhapsosk@gmail.com

Publish Date
12/09/2023
Archieve Date
26/09/2023