প্রকাশ্য নিলাম বিজ্ঞপ্তি
এতদ্বারা সংশ্লিষ্ঠ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, গাইবান্ধা অফিসের এবং এর তত্ত্বাবধানে পরিচালিত থেরাপি ভ্যান নং-২৪ এর অকেজো ও সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী থেরাপি যন্ত্রপাতি সর্বমোট ১৫ টি আইটেম (যেখানে যে অবস্থায় আছে) প্রকাশ্য নিলামে বিক্রয় করা হবে। আগ্রহী প্রকৃত ক্রেতা/ব্যবসায়ী/প্রতিষ্ঠানকে নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ে নিম্নলিখিত শর্তস্বাপেক্ষে নিলাম ডাকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
নিলামের স্থান : প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, (এলজিইডি ভবন সংলগ্ন) সুখ-শান্তির বাজার (সুখনগর) গাইবান্ধা।
সময় : বেলা ২:৩০ ঘটিকা।
তারিখ ও বার : ১৫/১১/২০২১ রোজ: সোমবার।
নিলাম সংক্রান্ত যোগাযোগ: প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, গাইবান্ধা।
নিলামের শর্তাবলী:
১। প্রকাশ্য নিলামে অংশগ্রহণে ইচ্ছুক ক্রেতা/ব্যবসায়ী/প্রতিষ্ঠানকে নিলাম ডাকের পূর্বেই নিলাম কমিটির সদস্য সচিবের নিকট নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিপিবদ্ধ করতে হবে।
২। নিলাম ডাকের জন্য আগ্রহী ক্রেতা/ব্যবসায়ী/প্রতিষ্ঠানকে নিলাম কমিটির নিকট জামানত/বায়না বাবদ (ফেরতযোগ্য) নগদ ৩,০০০/- (তিন হাজার) টাকা মাত্র জমা প্রদান করতে হবে। নিলামযোগ্য মালামালের সিডিউল ক্রয় বাবদ (অফেরতযোগ্য) নগদ ৫০০/- (পাঁচশত) টাকা মাত্র জমা প্রদান করতে হবে।
৩। আগ্রহী ক্রেতা/ব্যবসায়ী/প্রতিষ্ঠানকে নিলাম দর দাখিলের সময় হালনাগাদ ট্রেড লাইসেন্স, ভ্যাট ও আয়কর সনদ দাখিল করতে হবে।
৪। সম্পূর্ণ মালামাল মিলে একটি লট হিসেবে গণ্য হবে এবং লট হিসেবেই নিলাম ডাকতে হবে।
৫। নিলামে সর্বোচ্চ ডাককারী ক্রেতা/ব্যবসায়ী/প্রতিষ্ঠানকে ডাক সম্পন্ন হওয়ার পর ঐ দিনই সমুদয় টাকা [(৩.ক. নিলাম ডাককৃত টাকা, ৩.খ. নিলাম ডাকের উপর ১০% ভ্যাট এবং ৩.গ. ৫.০% আয়কর] একযোগে পরিশোধের নিমিত্ত নিলাম কমিটির নিকট জমা প্রদান করতে হবে।
৬। নিলাম সম্পন্ন হওয়ার পর নির্বাচিত ১ম সর্বোচ্চ ডাককারী ক্রেতা/ব্যবসায়ী/প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের ০৭ (সাত) দিনের মধ্যে নিজ দায়িত্বে ও নিজ খরচে মালামাল পরিবহণ করে নিয়ে যেতে হবে। অফিস আদেশ জারীর নির্ধারিত সময়ের মধ্যে নিলামকৃত মালামাল গ্রহণের ব্যর্থতায় নিলাম কমিটির নিকট জমাকৃত জামানত/বায়না বাজেয়াপ্ত করা হবে। একইসাথে ২য় সর্বোচ্চ দরদাতা বরাবর নিলাম বিক্রয়ের অফিস আদেশ প্রদান করা হবে।
৭। এ নিলাম বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে নিলাম ডাকের পূর্বদিন পর্যন্ত অফিস চলাকালীন মালামাল সরেজমিনে দেখা যাবে।
৮। শর্তাবলীতে উল্লেখ নাই এমন বিষয়ে পরবর্তীতে কোন জটিলতার সৃষ্টি হলে নিলাম কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৯। কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন নিলাম দরপত্র/কোটেশন গ্রহণ/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
(মো. আখতার হোসাইন)
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, গাইবান্ধা
ও সদস্য সচিব
অকেজো ও সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী
থেরাপি যন্ত্রপাতি নিলাম বিক্রয় কমিটি
মোবাইল: ০১৯১৪-১৭১০৬১
ইমেইল: gaibandhapsosk@gmai.com
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS